চেনা শীতের দেখা নেই, বৃষ্টিপাতের পূর্বাভাস ৫ জেলায়

কলকাতা: রাতের তাপমাত্রা সামান্য কমল নতুন বছরের প্রথম দিনে। তবে আবহাওয়ার খুব একটা কিছু হেরফের হওয়ার সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস, বেলা বাড়লেই উধাও হবে শীতের আমেজ।

সোমবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ২ ডিগ্রি বেশি। গতকাল, রবিবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিক তাপমাত্রার থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৫৭ থেকে ৯৪ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ১৬ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

একদিকে পশ্চিমী ঝঞ্ঝায় আটকে উত্তুরে হাওয়া। আরেক দিকে, বাংলাদেশ সংলগ্ন বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে পুবালি হাওয়ার দাপট। আবহাওয়া দফতর জানাচ্ছে, আবহাওয়ার এমন গতিপ্রকৃতি চলবে আরও দু’দিন। এই দু’দিন কোনও ভাবেই রাতের তাপমাত্রা নামবে না। পরিস্থিতি বদল হওয়ার সম্ভাবনা ৪ জানুয়ারি থেকে।

আলিপুর হাওয়া অফিস আশা জাগিয়েছে, আগামী দুই দিন শীত শীত ভাব থাকলেও তাপমাত্রা থাকবে স্বাভাবিকের উপরেই। তবে, তারপর থেকে ফের পারদ নিম্নমুখী হতে পারে। এরই মধ্যে বৃহস্পতিবার এবং শুক্রবার বৃষ্টি হতে পারে পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমানে। কলকাতায় আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন