আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত! আবারও আসছে বৃষ্টি

কলকাতা: সপ্তাহান্তে হাওয়া বদলের সম্ভাবনা। ফের বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। বৃহস্পতিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দফতর।  আগামী শনিবার থেকে আবারও বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। সপ্তাহের শেষের দিকে বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার দিনভর আংশিক মেঘলা আকাশ। কয়েক মুহূর্তের জন্য বৃষ্টিও হয়েছে শহরের কোথাও কোথাও। তবে ভারী অথবা একনাগাড়ে বৃষ্টি হয়নি দুপুর পর্যন্ত। এর পর বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্তও বৃষ্টি হতে পারে। হাওয়া অফিসের মতে, হিমালয়ে পাদদেশে একটি মৌসুমি অক্ষরেখা রয়েছে। অবস্থান বদলে সেটি দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত হতে পারে। এর ফলে জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। তার প্রভাবেই বৃহস্পতিবার থেকে আবার শুরু হতে পারে বৃষ্টির নতুন ইনিংস।

একই সঙ্গে হাওয়া অফিস সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনিবার থেকে বৃষ্টি বাড়বে। শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। উপকূলের জেলাগুলিতে বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা থাকছে। রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেও হালকা, মাঝারি থেকে ভারী বৃষ্টির সতর্কতা। তবে, এ দিন উত্তরবঙ্গেও মঙ্গলবার বৃষ্টির পরিমাণ কমতে পারে। এমনই পূর্বাভাস রয়েছে। হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহে।

এর আগে গত সপ্তাহে বেশ খানিকটা বৃষ্টিপাত হয়েছে। আজ থেক বৃষ্টি অনেকটা কমছে। বৃষ্টি কমলে ক্রমশ বাড়বে তাপমাত্রা। ফলে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। পাশাপাশি, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা