সর্বনিম্ন তাপমাত্রা ২০-র উপর, আবার কবে ফিরবে শীত?

সকালে কুয়াশায় ঢাকা ময়দান। ছবি: রাজীব বসু

কলকাতা: সকালে কুয়াশার দাপট। তবে তাপমাত্রার পারদ ২০ ডিগ্রি সেলসিয়াসের উপরে। ডিসেম্বরের শেষের দিকে শীতের এ ধরনের মতিগতি গত দেড় দশকে দেখেনি বাংলা।

সকালে কিছুটা ঠাণ্ডা ঠাণ্ডা ভাব থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই ঘলদঘর্ম অবস্থা। ডিসেম্বরের শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রি, যা স্বাভাবিকের তুলনায় অন্তত ৬ ডিগ্রি বেশি। সোমবারের পর মঙ্গলবারেও একই পরিস্থিতি। কেন এমন চরিত্র বদল আবহাওয়ার? 

আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প ঢুকছে বাংলায়। সেই কারণেই এই তাপমাত্রার বৃদ্ধি। ডিসেম্বরের ২০ তারিখের পর পারদ বৃদ্ধি চট করে দেখা যায় না। এর আগে ২০০৪ সালে দেখা গিয়েছিল। ওই বছর ২১ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৪ ডিগ্রি সেলসিয়াস। আর ২০১৩ সালের ২৪ ডিসেম্বর সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। উত্তর পশ্চিমের শীতল হাওয়া ফিরবে বুধবার বিকেল থেকে। বৃহস্পতিবার ও শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রাফের কমতে শুরু করবে। ১৫ ডিগ্রির নিচে নামবে কলকাতার পারদ। বর্ষ শেষেও শীতের আমেজ থাকবে এমনটাই অনুমান আবহাওয়াবিদদের।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে