রাজ্যে রবিবার পর্যন্ত চলবে হালকা থেকে মাঝারি বৃষ্টি, পূর্বাভাস হওয়া অফিসের

শ্রীভূমি। ছবি: রাজীব বসু

কলকাতা: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী রবিবার পর্যন্ত উত্তর এবং দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই মুহূর্তে কোনও আবহাওয়া সংক্রান্ত বিশেষ সতর্কতা জারি করা হয়নি।

সম্প্রতি পাহাড়ি এলাকাগুলিতে কয়েক দিনের বৃষ্টিতে দুর্যোগের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং লাল সতর্কতা জারি করা হয়েছিল। আপাতত পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে। তবে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পংয়ে বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বুধবার কলকাতার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে প্রায় ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা হতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক