কলকাতা: উত্তুরে হাওয়া আসা শুরু হতেই বৃহস্পতিবার সকাল থেকেই শীতের আমেজ ফিরে এসেছে কলকাতা-সহ রাজ্যে। আজ শনিবার, ইংরাজি বছরের শেষ দিন (৩১ ডিসেম্বর) এবং আগামী রবিবার (১ জানুয়ারি) পারদের কিছুটা হেরফের হলেও শীতের আমেজ বজায় থাকবে সমানে।
বর্ষবরণ আর নববর্ষের শুরুতে হালকা শীতের আমেজ বজায় থাকবে বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার সকালে কলকাতা শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। সকালে ঘন কুয়াশা থাকলেও বেলা গড়ানোর সঙ্গেই আকাশ পরিষ্কার হয়ে যাবে।
আবহাওয়াবিদদের মতে, পশ্চিম হিমালয়ে একটি শক্তিশালী পশ্চিমী ঝঞ্ঝা আসার জেরে পরিস্থিতির দ্রুত পরিবর্তন হয়েছে। তাপমাত্রা এখনই খুব একটা বৃদ্ধি নাও পেতে পারে। তাই শীতের আমেজ নতুন বছরের শুরুতে থাকার সম্ভাবনা থাকছে। পশ্চিমী ঝঞ্ঝাটি সরে গেলে আরও উত্তুরে হাওয়া আসতে পারে দক্ষিণবঙ্গে।
আলিপুর আবহাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন কলকাতা ও সংলগ্ন এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৩-১৫ ডিগ্রির মধ্যেই থাকবে। জেলাগুলিতে তাপমাত্রা আরও কিছু কম থাকতে পারে। আগামী কয়েক দিন রাজ্যে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে সকালের দিকে। বেলা বাড়লেই আকাশ একেবারে ঝকঝকে হয়ে যাবে।