রাত এবং সকালের তাপমাত্রা আরও কমবে, উত্তরে বৃষ্টি

কলকাতা: রাত এবং সকালের তাপমাত্রা আরও কমবে। দিনের বেলা তাপমাত্রা সামান্য বাড়তে পারে। কিন্তু, রাতে পারদ পতনের ইঙ্গিত দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

নভেম্বরের শুরুতে হিমেল পরশ গায়ে মাখা রাজ্যবাসীর। এরই মধ্যে বেশ কয়েকবার ২০ ডিগ্রির নীচে নেমেছে শহরের তাপমাত্রা। হাওয়া অফিসের মতে, রাজ্যে প্রবেশ করছে উত্তর পূর্ব হাওয়া। এর ফলে তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমবে। আগামী পাঁচদিন পুরোপুরি শুষ্ক থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া।

উত্তুরে হাওয়ার দরুন রাজ্যে পারদ পতনের একটা সম্ভাবনা তৈরি হয়েছে। শনিবার থেকেই কলকাতার তাপমাত্রা কমতে শুরু করবে। রবিবার রাতের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি কমবে।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী সপ্তাহে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পারদ নামবে। পশ্চিমের জেলাগুলিতে শীতের দাপট বাড়বে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।
আগামী দু’দিন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে। সিকিমে তুষারপাত হতে পারে বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের।

আরও পড়ুন: তৃণমূলে যোগ দিলেন ২ কাউন্সিলর, বিরোধীশূন্য ভদ্রেশ্বর পুরসভা

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক