কলকাতা: গরমে হাঁসফাঁস শহরবাসীর জন্য অবশেষে স্বস্তি নিয়ে এল বৃষ্টি। বৃহস্পতিবার সন্ধ্যায় ঝমঝমিয়ে বৃষ্টিতে ভিজল কলকাতা। সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত ঝড়। আবহাওয়া দফতরের পূর্বাভাস মতোই নামে ঝড়-বৃষ্টি।
দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতেও বৃষ্টির খবর মিলেছে। আজ, শুক্রবার ও আগামীকাল, শনিবারও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।
বৃষ্টির জেরে এক ধাক্কায় বেশ কিছুটা নেমে এসেছে তাপমাত্রা। রাতের দিকে ঠান্ডা হাওয়ার আমেজ থাকতে পারে। তবে শুক্রবার সকাল থেকে ফের তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে আপাতত ঝড়-বৃষ্টির প্রবণতা কমবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।