কলকাতা: আগামী সোমবার থেকে শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন। অধিবেশনের কাজকর্ম নির্ধারণ করতে আজ, শুক্রবার, সর্বদল বৈঠকের ডাক দিয়েছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। দুপুর ২টোয় স্পিকারের ঘরে হবে এই বৈঠক। বৈঠকের পরে স্পিকারের ঘরেই বসবে কার্যবিবরণী কমিটির বৈঠক।
সোমবার অধিবেশনের প্রথম দিনে শোকপ্রস্তাব গ্রহণের মাধ্যমে অধিবেশন শেষ হবে। এরপর মঙ্গলবার এবং বুধবার বিধানসভায় সংবিধান দিবস নিয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।
এই শীতকালীন অধিবেশন ঘিরে রাজ্য রাজনীতিতে নানা গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসার সম্ভাবনা রয়েছে। স্পিকারের উদ্যোগে সর্বদল বৈঠকে অধিবেশনের কার্যক্রম নিয়ে সিদ্ধান্ত গ্রহণে জোর দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।