আবহাওয়ার ভোলবদল! বুধবারের মধ্যেই নামবে তাপমাত্রার পারদ

কলকাতা: বঙ্গে প্রবেশ করছে উত্তর পশ্চিমের ঠান্ডা হাওয়া। আর এর জেরে তাপমাত্রা অনেকটাই কমতে পারে। আগামী তিন থেকে চার দিনের মধ্যে আরও দুই থেকে তিন ডিগ্রি নামবে তাপমাত্রার পারদ। বুধবারের মধ্যে বড়ো বদল হতে চলেছে কলকাতার আবহাওয়ার।

আবহাওয়া দফতর জানিয়েছে, পুবালি হাওয়ার পরিবর্তে উত্তর-পশ্চিমের হাওয়া বইছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। উত্তরের পার্বত্য এলাকায় শুধু হালকা বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবারের মধ্যে বেশ কিছুটা পারদ নামবে। শীতের আমেজ ফিরবে রাজ্যে। দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা নেমে যাবে।

কলকাতাতে এখনও সেভাবে শীতের আমেজ নেই। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। তবে বুধবারের মধ্যে ২০-২১ ডিগ্রি থাকবে কলকাতার তাপমাত্রা। অন্য দিকে, পশ্চিমের জেলাগুলির সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। পশ্চিমের জেলাগুলিতে ১৮-১৯ ডিগ্রিতে নেমে যাবে তাপমাত্রা।

প্রসঙ্গত, আগামী ১২ নভেম্বর (রবিবার) কালীপুজো এবং ১৫ তারিখ ভাইফোঁটা। শীতের আমেজ গায়ে মেখেই কালীপুজো এবং ভাইফোঁটা পালিত হবে। 

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক