কলকাতা: বৃষ্টি বিদায় নিয়েছে। নতুন করে কোনো সম্ভাবনা নেই দুর্যোগের। এ বার ক্রমশ নীচের দিকে নামতে চলেছে তাপমাত্রার পারদ। আগামী ১১ ডিসেম্বর থেকে ১৩ তারিখ পর্যন্ত উল্লেখযোগ্য ভাবে কমবে কলকাতার তাপমাত্রা। অর্থাৎ, অনেক বাধাবিঘ্ন কাটিয়ে এ বার দরজায় টোকা দিকে চলেছে শীত।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গ, দুই জায়গাতেই শীতের আমেজ ফিরে আসছে। আগামী ৫ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই, প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। হালকা মেঘলা আকাশ রয়েছে আজই পরিষ্কার হয়ে যাবে। উত্তরবঙ্গের ক্ষেত্রেও দার্জিলিঙের পাহাড় ছাড়া আর কোনও জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই মুহূর্তে। পাহাড়ে হালকা বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
আলিপুর হাওয়া অফিসের বিভাগীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেছেন, শনিবার থেকে নিম্নচাপের মেঘ কাটবে। নাছোড় বৃষ্টিতে ভুগতে হবে না শহরবাসীকে। স্যাঁতস্যাঁতে বৃষ্টি কমলেই শুষ্ক আবহাওয়া ফিরবে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাব কাটতেই এ বার তাপমাত্রা ধীরে ধীরে কমবে এবং শীতের আমেজ থাকবে। কলকাতার পাশাপাশি ঠান্ডা পড়তে চলেছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও। পশ্চিমের জেলাগুলিতে অপেক্ষাকৃত জাঁকিয়ে শীতের পড়ার কথা।