‘এবার একসঙ্গে পথচলা’— দীর্ঘ ১৮ বছর পর উদ্ভব-রাজের মিলনমেলায় ‘মারাঠি ঐক্যের’ বার্তা

দীর্ঘ ১৮ বছরের দ্বন্দ্ব ভুলে অবশেষে একমঞ্চে উদ্ভব ঠাকরে ও রাজ ঠাকরে। শনিবার ‘আওয়াজ মারাঠিচা’ নামে এক বিজয় সমাবেশে মিলিত হন এই দুই রাজনৈতিক নেতা। সভামঞ্চ থেকে উদ্ভব স্পষ্ট বার্তা দিলেন— আমরা একসঙ্গে এসেছি, এবার একসঙ্গেই থাকব। মারাঠিকে বাঁচাতেই এই ঐক্য। এটা শুধু শুরু, পুরো ছবি এখনও বাকি।”

এই অনুষ্ঠানে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস)-এর প্রধান রাজ ঠাকরেও বক্তব্য রাখেন। মজার ছলে তিনি বলেন, “যে কাজ বালাসাহেব ঠাকরে করতে পারেননি, সেই কাজটি করিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস!”— যা মঞ্চে হাসির রোল তোলে।

মুম্বই পুরসভাসহ রাজ্যের ২৯টি কর্পোরেশন নির্বাচনের আগে এই পুনর্মিলনকে ঐতিহাসিক বলেই মনে করছেন রাজনৈতিক মহল। উদ্ভব বলেন, “আমি আর রাজ একসঙ্গে মুম্বই পুরসভা ও মহারাষ্ট্রে ক্ষমতা দখল করব।”

মারাঠিকে ঐচ্ছিক তৃতীয় ভাষা হিসেবে তুলে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার। রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে “মারাঠি ভাষার জয়” বলে দাবি করে উদ্ভব-রাজ জোট এই বিজয় সমাবেশের আয়োজন করে।

মুম্বইয়ের ওরলির এনএসসিআই ডোমে হওয়া এই সভায় উপস্থিত ছিলেন হাজার হাজার মারাঠি ভাষাপ্রেমী, কবি-সাহিত্যিক ও দুই দলের কর্মী-সমর্থকেরা। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, মহারাষ্ট্রের ভবিষ্যৎ রাজনীতির দিশা বদলে দিতে পারে এই ঠাকরে-ঠাকরে জোট।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক