ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! প্রভাব পড়বে কি বাংলায়?

কলকাতা: সর্বত্র আলোচনায় এখন সম্ভাব্য ‘ঘূর্ণিঝড় মোকা’। প্রশ্ন, ঝড়ের কি কোনও প্রভাব পড়বে এই রাজ্যে? এখনও পর্যন্ত হাওয়া অফিস এ বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।

জাতীয় আবহাওয়া বিভাগ (আইএমডি)-র তরফে জানানো হয়েছে, আগামী ৬ মে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে। যা ৭ মে পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপে পরিণত হবে। ৮ মে তা গভীর নিম্নচাপের রূপ নেবে। তারপর তা ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হবে এবং মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আকার ধারণ করবে।

এর পর মধ্য বঙ্গোপসাগরে তৈরি সাইক্লোন বিধ্বংসী আকার ধারণ করতে পারে ৯ তারিখের পর। তবে ঠিক কোন রাজ্যের কোন উপকূলে তা আছড়ে পড়বে, তা এখনও স্পষ্ট করেনি আইএমডি।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আপাতত সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতিপথ বা তীব্রতা নিয়ে কোনো মন্তব্য করা উচিত হবে না। কারণ এখনই নিম্নচাপ তৈরি হয়নি। নিম্নচাপ তৈরি হওয়ার পরেই সেই বিষয়টি স্পষ্ট হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে