১০০ দিনের প্রকল্পে বাংলার বকেয়া অর্থ কবে মিলবে, কেন্দ্রের উপর চাপ বাড়াল হাইকোর্ট

১০০ দিনের প্রকল্পে বাংলার বকেয়া অর্থ কবে মিলবে—এই প্রশ্নে কেন্দ্রকে সরাসরি জবাবদিহির নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার দুর্নীতির অভিযোগ সংক্রান্ত জনস্বার্থ মামলায় প্রধান বিচারপতির বেঞ্চ কেন্দ্রকে ১৫ মে-র মধ্যে রিপোর্ট জমা দিতে বলেছে। জানতে চাওয়া হয়েছে, উদ্ধার হওয়া দুর্নীতির টাকা কীভাবে ব্যবহৃত হচ্ছে—কেন্দ্রকে ফেরত পাঠানো হয়েছে, না কি প্রকল্পের সুবিধাভোগীদের কাজে লাগানো হয়েছে?

মনরেগায় দুর্নীতির অভিযোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর দায়ের করা মামলায় আদালত এর আগে তদন্ত কমিটি গঠন করেছিল। সেই কমিটি জানিয়েছিল, হুগলি, পূর্ব বর্ধমান, মালদহ ও দার্জিলিং থেকে প্রায় ২ কোটি ৪০ লক্ষ টাকা বাজেয়াপ্ত হয়েছে।

রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, কেন্দ্র ‘ঔদ্ধত্য’ দেখিয়ে টাকা আটকে রেখেছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। মামলাকারীর পক্ষ থেকে বিকাশ ভট্টাচার্য বলেন, কেন্দ্র-রাজ্যের লড়াইয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে সাধারণ মানুষ।

এই প্রেক্ষিতে আদালত স্পষ্ট করেছে, “মানুষ যাতে প্রকল্পের সুবিধা পান, তা দেখা কেন্দ্রের দায়িত্ব।” এবং আইন মেনে রাজ্যকে বকেয়া দেওয়া উচিত।

সুতরাং, ১৫ মে পরবর্তী শুনানির আগে কেন্দ্রকে জানাতে হবে—কবে মেটাবে বাংলার পাওনা? আদালতের এই নির্দেশে নতুন করে চাপ বেড়েছে কেন্দ্রীয় সরকারের উপর।

Related posts

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের

মুখ্যমন্ত্রীর দাবি মেনে অবশেষে ক্ষতিপূরণ দিল সিইএসসি ! মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা সাহায্যের ঘোষণা