নয়াদিল্লি: মোদী পদবি মামলায় বড়ো স্বস্তি পেয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। সুপ্রিম কোর্টের তাঁর আর সংসদে প্রবেশে আইনত কোনো বাধা নেই। কবে সংসদে ফিরবেন রাহুল গান্ধী?
সূত্রের খবর, সংসদে রাহুল গান্ধীকে ফিরিয়ে আনার জন্য কাগজপত্র প্রস্তুত। যেটা বাকি রয়েছে তা হল লোকসভার স্পিকারের অনুমোদন। এই কাজটি আজ (সোমবার) করা হবে বলে আশা করা হচ্ছে। সূত্রের খবর, এতে বিলম্ব হলে কংগ্রেস আদালতে যাবে। মানহানির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পরে রাহুলকে অযোগ্য ঘোষণা করার ক্ষেত্রে স্পিকার যে গতিতে কাজ না করেছিলেন, এখন তা দেখা যাচ্ছে না বলে অভিযোগ কংগ্রেসের।
সুপ্রিম কোর্টের রায়-সহ রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজের চিঠি এবং পুনরায় তাঁর সাংসদ পদ ফিরিয়ে দেওয়ার আবেদন-সহ বিভিন্ন নথি শনিবারই কংগ্রেসের তরফে সংসদে পাঠানো হয়েছে। এখন অপেক্ষা কেবল সেই চিঠিতে স্পিকার ওম বিড়লার স্বাক্ষর। জানা যাচ্ছে, লাক্ষাদ্বীপের এনসিপি সাংসদ পিপি মহম্মদ ফয়জলের ক্ষেত্রে এই প্রক্রিয়া সম্পন্ন হতেই এক মাসের বেশি সময় লেগেছিল।
প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পদবি নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে মানহানির মামলায় দুই বছরের কারাদণ্ডের সাজা পেয়েছিলেন রাহুল। সেই রায়ের জেরে গত মে মাসে সাংসদপদে তাঁকে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। শুক্রবার সুপ্রিম কোর্টের নির্দেশে বলা হয়, “সর্বোচ্চ সাজা দেওয়ার জন্য বিচারক কোনো কারণ দেখাননি। চূড়ান্ত রায়ের জন্য দোষী সাব্যস্ত হওয়ার আদেশ স্থগিত রাখা দরকার”।