৮ মাস একই জায়গায়! মন্ত্রী জানালেন, কবে কমবে তেলের দাম?

গত আট মাস ধরে ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম তেলের দাম স্থির রেখেছে। অথচ সম্প্রতি বিশ্ব বাজারে অশোধিত তেল, ব্রেন্ট ক্রুড নেমেছিল ৮০ ডলারেরও নীচে। প্রশ্ন ওঠে, সেই সুবিধা ভারতে পৌঁছচ্ছে না কেন?

এই প্রশ্নেরই উত্তর দিলেন কেন্দ্রীয় তেলমন্ত্রী হরদীপ সিংহ পুরী। জানালেন, রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পুরনো লোকসান পুষিয়ে নেওয়ার সঙ্গে সঙ্গেই সেই পদক্ষেপ করবে।

মন্ত্রীর মতে, ব্রেন্ট চড়া থাকাকালীন মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখতে তেলের দাম বাড়ানো হয়নি। ফলে বিপুল লোকসান হয়েছে সংস্থাগুলির। তাই অশোধিত তেলের দাম কমার সময় ক্ষতিপূরণ হচ্ছে। পরে আমদানির খরচ কমায় তারা পেট্রলে মুনাফায় ফিরলেও ডিজেলে ক্ষতি বহাল ছিল।

মঙ্গলবার কলকাতায় প্রতি লিটারে পেট্রলের দাম রয়েছে ১০৬ টাকা ৩ পয়সা। অন্যদিকে, লিটার প্রতি ডিজেলের দর রয়েছে ৯২ টাকা ৭৬ পয়সা। ও দিকে, এ দিন ব্রেন্ট তেলের দাম ৫ সেন্ট বেড়ে ৮৮.২৪ মার্কিন ডলার হয়েছে। আবার আমেরিকা যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দাম ১৩ সেন্ট বেড়ে ৮১.৭৫ মার্কিন ডলার হয়েছে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন