শীত কবে আসবে রাজ্যে, কী বলছে হাওয়া অফিস

আবহাওয়ার পরিবর্তনের সঙ্গেই কলকাতার ময়দানের পরিবর্তন। ছবি: রাজীব বসু

কলকাতা: রাজ্যে শীতের আগমন এখনও ততটা স্পষ্ট নয় বলে জানিয়েছে আলিপুর হাওয়া অফিস। আগামী পাঁচ দিনের মধ্যে রাজ্যের উত্তর থেকে দক্ষিণে তাপমাত্রার বিশেষ কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গে, বিশেষ করে কলকাতা ও আশেপাশের জেলাগুলিতে সোমবার বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। তবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, ও আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও বাকি পাঁচ জেলা শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

এমনিতে নভেম্বর মাস পড়লেই শীত নিয়ে খোঁজখবর শুরু করে দেন বেশিরভাগই। তবে নভেম্বরকে শীতের আওতায় ফেলছে না মৌসম ভবন। মৌসম ভবন মনে করছে, নভেম্বরে উত্তর-পশ্চিমের রাজ্যগুলির কয়েকটি অঞ্চল ব্যতীত ভারতে বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিকের ওপরে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা।

এই পরিস্থিতিতে রাজ্যবাসীর প্রশ্ন, শীত কবে নাগাদ অনুভূত হবে? উত্তরবঙ্গে সামান্য বৃষ্টির কারণে হালকা ঠান্ডার অনুভূতি হলেও দক্ষিণবঙ্গে শীতের আবহাওয়া নিয়ে এখনো অপেক্ষা করতে হবে।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?