প্রথম পাতা খবর কে পাবেন ‘পদ্ম সম্মান’, দেশবাসীর হাতেই মনোনয়নের ভার তুলে দিলেন মোদী

কে পাবেন ‘পদ্ম সম্মান’, দেশবাসীর হাতেই মনোনয়নের ভার তুলে দিলেন মোদী

283 views
A+A-
Reset

ডেস্ক: এবারের ‘পদ্ম’ সম্মান কারা পেতে পারেন? দেশবাসীকেই পদ্ম সম্মানের জন প্রার্থী মনোনয়নের আবেদন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই প্রথম দেশবাসীর হাতেই তুলে দেওয়া হল মনোনয়নের ভার। রবিবার সকালে করা এক টুইটে এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।


টুইটে মোদী লেখেন, “ভারতে এমন বহু প্রতিভাবান মানুষ রয়েছেন যাঁরা তৃণমূল স্তর থেকে অসাধারণ কাজ করে চলেছেন। প্রায়শই আমরা তাঁদের অনেককেই দেখতে বা তাঁদের কথা শুনতে পাই না। আপনি কি এমন কাউকে চেনেন? তাহলে আপনি তাঁকে পদ্ম সম্মানের জন্য মনোনীত করতে পারেন। ১৫ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যাবে”।

আরও পড়ুন: ‘জয় শ্রীরাম বললে সস্তায় পাব?’, পেট্রোল পাম্পে গিয়ে বিজেপিকে কটাক্ষ কুণাল ঘোষের


এর জন্য কেন্দ্রের তরফে একটি ওয়েবসাইটও খোলা হয়েছে। ওয়েবসাইটের নাম padmaawards.gov.in। এই ওয়েবসাইটে গিয়েই দেশের জনগণ তাদের পছন্দের ‘পিপলস পদ্ম’কে বেছে নিতে পারবেন বলে জানা গিয়েছে। এত বছর ধরে এই সম্মান দেওয়া হলেও, এই প্রথম এই পুরস্কারকে এক অন্য মাত্রা দিলেন মোদী।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.