কুলটির আলডি গ্রামে মর্মান্তিক ঘটনা, বাড়ি থেকে উদ্ধার দম্পতির দেহ।
মৃতদের পরিবার সূত্রে জানা গেছে, প্রচুর ঋণের বোঝা ছিল তাঁদের ওপর। লোন শোধ করতে না পারায় অপমান সহ্য করতে হচ্ছিল বারবার। মানসিক অবসাদের জেরে চরম সিদ্ধান্ত নিয়েছেন বলে অনুমান।
পুলিশ জানিয়েছে, মৃতরা হলেন রূপকুমার বাউড়ি (৪০) ও মালা বাউড়ি (৩৫)। রূপকুমার পেশায় রাজমিস্ত্রি, মালা পরিচারিকার কাজ করতেন। তাঁদের তিন মেয়ে রাতভর পাশের ঘরে ছিল। সকালে ঘরে ঢুকে দেখে, মালার গলা কাটা অবস্থায় দেহ মেঝেতে পড়ে রয়েছে, আর ফ্যান থেকে ঝুলছেন রূপকুমার।
পরিবারের দাবি, লোন পরিশোধ করতে না পারায় প্রায়ই ঋণদাতারা তাঁদের বাড়িতে এসে অপমান করতেন। এর ফলে তাঁরা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। পুলিশের প্রাথমিক অনুমান, স্ত্রীর গলার নলি কেটে আত্মঘাতী হয়েছেন রূপকুমার। তবে বিস্তারিত জানার জন্য ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।