পঞ্চায়েত মামলা: সুপ্রিম কোর্টে নির্ভর করছে কমিশনের ‘ভাগ্য’

কলকাতা: পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা (স্পেশাল লিভ পিটিশন) দায়ের করেছে রাজ্য এবং রাজ্য নির্বাচন কমিশন। কমিশন সূত্রের খবর, সোমবার শীর্ষ আদালতের অবকাশকালীন বেঞ্চে মামলাটির দ্রুত শুনানির আর্জি জানানো হতে পারে। যদিও ওই দিন মামলাটি সুপ্রিম কোর্টে উঠবে কি না, তা নিয়ে ধন্দ রয়েই গিয়েছে।

রাজ্যের সর্বত্র কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রেখে পঞ্চায়েত ভোট করানোর নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য নির্বাচন কমিশন এবং রাজ্য সরকার। শনিবার আদালত বন্ধ থাকায় ই-ফাইলিং করে মামলা দায়ের করা হয়েছে। আজ, সোমবার সুপ্রিম কোর্টে বিষয়টি নিয়ে বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করা হবে এবং দ্রুত শুনানির আর্জি জানানো হবে।

পঞ্চায়েত ভোটে রাজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী চাইতে রাজ্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেয় হাই কোর্ট। ৪৮ ঘণ্টার মধ্যে কমিশনকে ওই নির্দেশ কার্যকর করতে বলে উচ্চ আদালত। শনিবার রাতে সেই সময়সীমা পার হয়ে গেলেও হাইকোর্টের নির্দেশ পালন করতে দেখা যায়নি। এখনও কমিশনের তরফে বাহিনীর ‘রিক্যুইজিশন’ কেন্দ্রের কাছে পৌঁছয়নি।

সোমবার সেই বিষয়টিতেও যে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে। সোমবার মামলাটি যদি সুপ্রিম কোর্টে গৃহীত না হয়, সে ক্ষেত্রে কমিশন ‘আইনি চাপে’ পড়তে পারে বলে মনে করছে আইনজীবী মহলের একাংশ। তাঁদের মতে, আদালতে মামলাটি ওঠে কি না, এখন তার উপরেই নির্ভর করছে কমিশনের ‘ভাগ্য’।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন