কলকাতা: উত্তুরে হাওয়ায় রাজ্যে ফিরল শীতের আমেজ। রবিবার সকালে প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস নামল তাপমাত্রার পারদ। হাওয়া অফিসের পূর্বভাস, সোমবারের মধ্যে ২-৩ ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। মঙ্গলবার ফের বাড়বে তাপমাত্রা।
গত দু’তিন দিন ধরে কলকাতায় ১৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছিল পারদ। তবে এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা কমে দাঁড়াল ১৭.৪ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে আকাশ পরিষ্কার। ঝলমলে রোদেরও দেখা মিলেছে।
এ ভাবেই ঠান্ডা আমেজ থাকতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। তবে জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনাই নেই। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ফেব্রুয়ারির প্রথম তিন থেকে চার দিন শীতের আমেজ থাকতে পারে। পারদ নামতে পারে ১৫-এর নীচে। তবে তার পরে আবহাওয়ার তেমন কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে। আগামী চার পাঁচ দিন আবহাওয়া থাকতে চলেছে শুষ্ক।
আবহাওয়াবিদদের মতে, একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ হচ্ছে। যে কারণে গত কয়েক দিন ধরে ন্যূনতম তাপমাত্রা ১৮-১৯ ডিগ্রির আশপাশে ঘোরা ফেরা করছে। এ ছাড়াও বঙ্গোপসাগরের উপরে ছিল একটি বিপরীত ঘূর্ণাবর্ত। যে কারণে মাঘের মাঝামাঝি গরমের পরিস্থিতি তৈরি হয়েছে।