হেমন্ত এসে গেছে! শীতের আমেজ দক্ষিণবঙ্গে

ঝলমলে আকাশ, দিনের তাপমাত্রা বেশি থাকলেও পারদ নামবে রাতে!

ডেস্ক: ঘুরেফিরে এলেও শেষমেশ বিদায় নিচ্ছে বর্ষা। রাতের তাপমাত্রা সামান্য হলেও কমছে, হাওয়ায় শিরশিরানি ভাব। শনিবার সকাল থেকেই রাজ্যের একাধিক জেলায় শীতের আমেজ। বেলা গড়াতেই রোদ ঝলমলে নীল আকাশ। সবমিলিয়ে হেমন্ত এসে গেছে!

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। উলটে বেশ কিছু জেলায় শুষ্ক আবহাওয়া, বিক্ষিপ্ত ভাবে কুয়াশা পড়তেও দেখা যায় কোথাও কোথাও। দিনের তাপমাত্রা বেশি থাকলেও রবিবার থেকে রাতের দিকে অল্প অল্প করে কমবে তাপমাত্রা।

হাওয়া অফিস জানিয়েছে, আগামী সপ্তাহেই শীত ঢুকে পড়তে পারে রাজ্যজুড়ে। কারণ, দক্ষিণবঙ্গে আবহাওয়ায় শীতের প্রভাব শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ত্বকে রুক্ষতা আসছে। যাকে বলে শীতের টান!

কলকাতাতে এ দিন ঝলমলে আকাশ। সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩.৫ ডিগ্রি। শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৩ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৬ শতাংশ। রাতের দিকে পারদ কিছুটা নামবে বলেই জানিয়েছে হাওয়া অফিস।

আরও পড়ুন: ১০ বছর ধরে ভোগান্তির শিকার গোয়াবাসী’, সফরের আগে বিজেপিকেই নিশানা মমতার

তবে দক্ষিণে আনুষ্ঠানিক ভাবে বর্ষা বিদায় হলেও উত্তরে পরিস্থিতি কিছুটা ভিন্ন। শনিবারও উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারের দু’-এক জায়গায় বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার মালদহ ও দিনাজপুরে আবহাওয়া থাকবে শুষ্ক।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক