রাজ্য জুড়ে শীতের আমেজ, কুয়াশার সতর্কতা এই জেলাগুলিতে

শীতের সকাল। ছবি: হর্ষিত বন্দ্যোপাধ্যায়

কলকাতা: রাজ্যের শীতের আমেজ এখন ভোর আর রাতেই সীমাবদ্ধ। মঙ্গলবার ভোরেও ঠান্ডার শিরশিরানি অনুভূত হয়েছে। তবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শীতের ভাব মিলিয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আগামী কয়েক দিন বজায় থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী পাঁচ দিনে সর্বনিম্ন তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না। উত্তরবঙ্গের জেলাগুলিতেও রাতের তাপমাত্রা স্থিতিশীল থাকবে। এছাড়া, আগামী কয়েক দিন রাজ্যের সাতটি জেলার উপরে কুয়াশার প্রভাব থাকতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে।

আজ থেকে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।

তবে আগামী ২৪ ঘণ্টায় পশ্চিম বর্ধমান, বীরভূম, দুই ২৪ পরগনা, এবং পুরুলিয়ার মতো জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে। উত্তরবঙ্গের দার্জিলিং এবং উত্তর দিনাজপুরেও কুয়াশার উপস্থিতি টের পাওয়া যেতে পারে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন