সংসদের শীতকালীন অধিবেশন শুরু আজ, আদানি প্রসঙ্গে উত্তেজনার আভাস, ১৬টি বিল পেশ করার পরিকল্পনা

নয়াদিল্লি: আজ, সোমবার থেকে শুরু হতে চলেছে সংসদের শীতকালীন অধিবেশন, যা চলবে ২০ ডিসেম্বর পর্যন্ত। অধিবেশনের শুরু থেকেই আদানি গোষ্ঠীকে কেন্দ্র করে উত্তাল হওয়ার সম্ভাবনা। রবিবারের সর্বদল বৈঠকে বিরোধীরা এই বিষয়ে নিজেদের মনোভাব স্পষ্ট করেছে।

সম্প্রতি আমেরিকার আদালতে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে ঘুষ দেওয়ার অভিযোগে প্রমাণ-সহ অভিযোগপত্র জমা পড়েছে। গৌতম আদানি এবং তাঁর ভাইপো সাগরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার খবর আমেরিকার সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। বিরোধী দলগুলি এই ইস্যুকে কেন্দ্র করে কেন্দ্রীয় সরকারকে চাপে ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।

এ ছাড়া মণিপুরের অশান্তি, দিল্লির দূষণ সমস্যা এবং ঘন ঘন ট্রেন দুর্ঘটনার মতো বিষয় নিয়েও সংসদে আলোচনা চাইতে পারে বিরোধী শিবির।

অন্যদিকে, অধিবেশনে ওয়াকফ সংশোধনী বিল-সহ মোট ১৬টি বিল পেশ করার পরিকল্পনা রয়েছে কেন্দ্রীয় সরকারের।

অন্য দিকে, এ দিন থেকেই শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন। অধিবেশনের প্রথম দিন শোকপ্রস্তাবের পর শেষ হয়ে গেলেও, মঙ্গলবার থেকে পূর্ণাঙ্গ অধিবেশন হবে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক