২৫ নভেম্বর থেকে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশন, জানালেন স্পিকার

সাধনা দাস বসু: পশ্চিমবঙ্গ বিধানসভার শীতকালীন অধিবেশন আগামী ২৫ নভেম্বর থেকে শুরু হবে বলে জানালেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অধিবেশন ১০ থেকে ১১ দিন চলবে এবং এতে গুরুত্বপূর্ণ বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা হবে। বিজনেস অ্যাডভাইজরি কমিটির সভায় এই অধিবেশনের কর্মসূচি চূড়ান্ত করা হবে। মুখ্যমন্ত্রীর সম্মতি নেওয়ার পর অধিবেশন নিয়ে সিদ্ধান্ত হয় বলে স্পিকার জানান।

মঙ্গলবার স্পিকার জানান, ‘‘২৫ তারিখ থেকে আমাদের অধিবেশন হবে। অধিবেশন ১০-১১ দিন পর্যন্ত চলতে পারে। এ বারের অধিবেশনে আমাদের বহু গুরুত্বপূর্ণ বিজ়নেস রয়েছে। বিজনেস অ্যাডভাইজরি কমিটিতে বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। সেই আলোচনায় কর্মসূচি সাজানো হবে।’’

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?