সকালে হিমেল হাওয়া, বেলা বাড়লে রোদের তেজ, জাঁকিয়ে শীত পড়বে কবে?

কলকাতা: সকালের দিকে হিমেল হাওয়ার অনুভূতি। ক’দিন ধরে কোথাও কোথাও কুয়াশা। এরই মধ্যে রবিবার কলকাতার তাপমাত্রা কমে গেল ২ ডিগ্রি।

ধারাবাহিক না হলেও শেষ কয়েক দিন ধরে পারদ পতন চলছে। স্বাভাবিক ভাবেই খুশি শীতপ্রেমীরা। তবে বেলা যত বাড়ছে, ততই রোদের তেজও বাড়ছে, চড়ছে তাপমাত্রার পারদ। সবমিলিয়ে প্রশ্ন একটাই, কবে পাকাপাকি ভাবে শীত পড়বে? হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, পশ্চিমী ঝঞ্ঝা সরে যাওয়ায় পশ্চিমবঙ্গে উত্তরের হাওয়া বইতে শুরু করবে। ফলে ক্রমেই নামবে তাপমাত্রা।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, ডিসেম্বরের শুরুতে কলকাতার তাপমাত্রা নামতে পারে ১৫ থেকে ১৬ ডিগ্রিতে এবং ডিসেম্বর মাসের শেষে তা হতে পারে ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াস।

উল্লেখ্য, রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে যা ১ ডিগ্রি কম।  এ দিন সারাদিন আকাশ পরিষ্কার থাকবে কলকাতায়। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা ৩০ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। গত ২৪ ঘণ্টাতেও বৃষ্টি হয়নি।

Related posts

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?