কলকাতা: রাজ্যের জেলায় জেলায় তাপমাত্রা নিম্নমুখী। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৮ ডিগ্রির নীচেই। হাওয়া অফিস বলছে, আগামী কয়েকদিন মনোরম আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গ জুড়েই।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে, যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ২ ডিগ্রি কম। অন্য দিকে, পানাগড়ের তাপমাত্রা নেমে গিয়েছিল ১১ ডিগ্রি সেলসিয়াসে। যা উত্তরবঙ্গের একাধিক জেলার থেকেও কম।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় আকাশ মূলত পরিষ্কার থাকবে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আগামী ৪-৫ দিন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস কম থাকবে।
কিন্তু প্রশ্ন তো একটাই কলকাতায় কবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে? আবহাওয়াবিদরা বলছেন, শীত থিতু হতে এখনও ঢের দেরি। ১৫ ডিসেম্বরের আগে শহরে জাঁকিয়ে শীত পড়ার কোনো সম্ভাবনা নেই বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।
বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, বর্ধমানে ভালো ঠান্ডা লাগছে। তবে বেলা বাড়লে রোদের তাপ বাড়ছে। রাতে আবার ঠাণ্ডা অনুভব করা যাচ্ছে। অন্য দিকে উত্তরের জেলাগুলিতে ইতিমধ্যেই শীতবস্ত্র পরতে শুরু করেছেন সাধারণ মানুষ। কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে পুরোমাত্রায় শীত অনুভব করা যাচ্ছে।
আরও পড়ুন: শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এফআইআর করলেন বীরবাহা হাঁসদা