কলকাতা: সাধারণতন্ত্র দিবসের সকালে কলকাতায় হালকা থেকে মাঝারি কুয়াশা। একটা মনোরম শীতের আবহ!
আজ, শুক্রবার থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত মনোরম পরিবেশ দক্ষিণবঙ্গে। সকালে হালকা কুয়াশা ও পরে পরিষ্কার আকাশ, কিছু জায়গায় আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা আরও এক ডিগ্রি নামতে পারে দক্ষিণবঙ্গের কিছু এলাকায়।
বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। অন্যদিকে, মহানগরীর ২২.৮ ডিগ্রিতে ঠেকেছে। যা স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আপাতত কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার তেমন হেরফের হবে না। ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই থাকবে। শুক্রবার থেকে সর্বোচ্চ তাপমাত্রা ২৩ ডিগ্রির আশপাশে থাকবে।
ও দিকে, দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকে ঘন কুয়াশার সতর্কতা মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের সমতলে শিলিগুড়ির এলাকাতে। দার্জিলিং ছাড়া আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সিকিমে বৃষ্টি এবং তুষারপাতের সর্তকতা।
আসন্ন পশ্চিমিঝঞ্ঝা এবং সাগর থেকে অনবরত প্রবেশ করা জলীয়বাষ্পের মিলিত প্রভাবে ৩০ জানুয়ারি থেকে দক্ষিণবঙ্গে এবং ৩১ জানুয়ারি থেকে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি ও বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির এই স্পেল ফেব্রুয়ারির প্রথম তিন-চার দিন পর্যন্ত চলতে পারে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাই বেশি রয়েছে। রাজ্যের কোনও কোনও জায়গায় বেশ কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের কিছু জায়গায় শিলাবৃষ্টি হলেও হতে পারে।