এসএসসি ভবনের সামনে অবস্থান প্রত্যাহার! স্কুলে ফিরছে চাকরিহারাদের একাংশ

স্কুল সার্ভিস কমিশনের ‘অসামঞ্জস্যপূর্ণ’ তালিকা প্রকাশের প্রতিবাদে আপাতত এসএসসি ভবনের সামনে থেকে অবস্থান বিক্ষোভ তুলে নিয়েছেন চাকরিহারা শিক্ষকরা। তাঁদের আন্দোলনের পরবর্তী গন্তব্য শহিদ মিনার।

আংশিক দাবি পূরণ হওয়ায় গরমের ছুটির আগে পর্যন্ত স্কুলে যোগ দেবেন কিছু যোগ্য প্রার্থী। তবে যাঁরা ‘যোগ্য’ হয়েও তালিকায় নাম পাননি, তাঁদের অধিকারের দাবিতে আন্দোলন জারি থাকবে বলেই জানানো হয়েছে।

স্কুল সার্ভিস কমিশনকে দুই দিনের সময়সীমা দেওয়া হয়েছে সমস্যার নিষ্পত্তির জন্য। ততদিনে দাবি না মানা হলে, এবার বিকাশ ভবন অভিযান করবে শিক্ষক সংগঠন। যোগ্য হয়েও তালিকায় যাদের নাম নেই। আজ ও কাল সমস্যা না মিটলে বিকাশ ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক