কানপুরে কারওয়া চৌথ উদযাপন করতে পরিবারের কাছে যাওয়ার পথে এক মহিলা কনস্টেবলকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শনিবার রাতে অভিযুক্ত ধর্মেন্দ্র পাসওয়ান, যিনি ওই কনস্টেবলের প্রতিবেশী, তাঁকে মোটরসাইকেলে লিফ্ট দেওয়ার প্রস্তাব দিয়ে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে খবর, পাসওয়ান মহিলা কনস্টেবলকে একটি নির্জন স্থানে নিয়ে যাওয়ার ছক কষে। মোটরসাইকেল অন্যপথে ঘোরানোর জন্যে রাস্তার ধারে একটা জলের কল বন্ধ করার ভান করে। সন্দেহ হলে মহিলা কনস্টেবল পালানোর চেষ্টা করেন, তবে পাসওয়ান তাঁকে জোর করে আটকে রাখে এবং ধর্ষণ করে বলে অভিযোগ। মহিলা কনস্টেবল বাধা দেওয়ার চেষ্টা করেন। পাসওয়ানের আঙুলে কামড়ও দেন। সেখান থেকে কোনো রকমে পালিয়ে গিয়ে পুলিশকে ঘটনাটি জানান।
পাসওয়ানকে গ্রেফতার করা হয়েছে এবং তার বিরুদ্ধে ধর্ষণ ও অপরাধমূলক হুমকির মতো একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত চলছে এবং অভিযুক্তকে ১৪ দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।