কলকাতা: খাস কলকাতায় ঘরের ভিতরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক মহিলার। বাড়ির ভিতর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখেন এলাকার বাসিন্দারা। শোনা যায় মহিলার চিৎকার। খবর দেওয়া হয় মুচিপাড়া থানায়। দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখা যায় অগ্নিদগ্ধ মহিলা ছটফট করছেন। হাসপাতালে নিয়ে গেলেও শেষ রক্ষা হয়নি।
ঘটনায় প্রকাশ, ১২ নম্বর ক্রিক লেনের একটি বাড়িতে ঘটনাটি ঘটে। শুক্রবার পৌনে ৩টে নাগাদ আগুন লাগে বলে দমকল সূত্রে খবর। ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। বাড়িতে থাকা এক মহিলাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
যে সময় বাড়িতে আগুন লেগেছিল সেই সময় ভিতরেই ছিলেন বছর সাথী বন্দ্যোপাধ্যায় (৫২) নামে ওই মহিলা। আগুনে রীতিমতো পুড়ে যান তিনি। কোনওক্রমে অগ্নিদগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য় পাঠানো হয় হাসপাতালে।
কী থেকে আগুন লাগল, সে সম্পর্কে প্রাথমিক অনুমান, খুব সম্ভবত রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে আগুন লাগতে পারে। পুলিশের অনুমান আত্মঘাতী হওয়ার জন্য গ্যাস সিলিন্ডার খুলে নিজেই ঘরের ভিতরে আগুন জ্বালিয়ে দিয়েছিলেন তিনি। ইতিমধ্যে মুচিপাড়া থানায় একটি অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু করেছে পুলিশ। ঘটনা নেপথ্যে কী রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।