৬ মাস আগে বিয়ে, দিঘায় বেড়াতে গিয়ে মর্মান্তিক পরিণতি নববধূর

দিঘায় বেড়াতে এসে স্বামীর সঙ্গে ঝগড়ার জেরে মর্মান্তিক পরিণতি হল আসানসোলের এক নববধূর। বর্ষবরণের রাতে দিঘার এক হোটেল ঘরে ওই বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হওয়ায় এলাকায় শোরগোল পড়ে যায়। মৃতার নাম প্রীতি কর (১৯), পশ্চিম বর্ধমানের হিরাপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানিয়েছে, প্রীতি তাঁর স্বামী প্রীতম ঠাকুরের সঙ্গে দিঘা বেড়াতে এসেছিলেন। প্রীতমের দাবি, মঙ্গলবার রাতে তাঁদের মধ্যে পারিবারিক বিষয়ে ঝগড়া হয়। রেগে গিয়ে তিনি কিছু সময়ের জন্য হোটেলের বাইরে চলে যান। ফিরে এসে স্ত্রীর ঝুলন্ত দেহ দেখতে পান এবং উদ্ধার করার চেষ্টা করেন।

হোটেল কর্মীদের বক্তব্য অনুযায়ী, রাত আড়াইটে নাগাদ ওই দম্পতির ঘর থেকে চিৎকার ও কান্নার শব্দ শোনা যায়। কর্মীরা ঘরে গিয়ে প্রীতিকে বিছানায় অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, মৃতার গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, রিপোর্ট এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। বুধবার দীর্ঘ সময় ধরে প্রীতমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

জানা গিয়েছে, ছয় মাস আগে প্রীতম এবং প্রীতির বিয়ে হয়। দিঘায় বেড়ানোর প্রথম দুই দিন তাঁদের মধ্যে কোনও অস্বাভাবিক ঘটনা লক্ষ্য করেননি হোটেল কর্মীরা। তবে মঙ্গলবার রাতের ঝগড়ার পরে কীভাবে এই মর্মান্তিক ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ।

প্রীতির বাপের বাড়িতে মৃত্যুসংবাদ পাঠিয়েছে এবং প্রীতমের বিরুদ্ধে তদন্ত চালাচ্ছে পুলিশ। প্রীতম আসানসোলের হিরাপুর এলাকায় একটি সেলুন চালান বলে জানা গিয়েছে।

Related posts

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে