ডেস্ক: দেশের করোনা টিকাকরণে বিশ্ব রেকর্ড (100 Crore Covid-19 Vaccination) প্রসঙ্গে মুখ খোলেন দিলীপ ঘোষ(Dilip Ghosh)। তিনি বলেন, বিশ্বের একমাত্র দেশ হিসাবে আজ একশো কোটি ভ্যাকসিন ডোজ পূর্ন করেছে ভারত। নিঃসন্দেহে এটা আমাদের কাছে গৌরবের। এদিন ইকোপার্কে মর্নিং ওয়াকে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ মন্তব্য করেন, ‘এর পরেও রাজ্য বলে তারা টিকা পায় না।’
দিলীপ ঘোষ বলেন, ‘১০০ কোটি টিকাকরণের এই গণ্ডি পার করা আমাদের কাছে গৌরবের মুহূর্ত। ভারতের মতো একটা উন্নয়নশীল দেশ বাকি বিশ্বকে পথ দেখাচ্ছে। অন্যান্য দেশে একটা ভ্যাকসিন হচ্ছে, আমাদের দেশে দুটো করে ভ্যাকসিন হচ্ছে। দেশের একশো কোটি লোককে দেওয়ার সঙ্গে সঙ্গে আরও পঞ্চাশটা গরিব দেশের মানুষকে ভ্যাকসিন দিচ্ছি আমরা মানবতার খাতিরে।”
আরও পড়ুন: ১০০ কোটির মাইলফলক পার দেশের! টিকাকরণে নজির গড়ল ভারত!
দিলীপবাবু আরও বলেন, ‘নরেন্দ্র মোদীর মতো নেতৃত্ব আজ দেশে আছে বলে ১০০ কোটির টিকাকরণের এই গণ্ডি পার করা সম্ভব হচ্ছে। যাঁরা টিকাকরণের কাজের সঙ্গে যুক্ত আছেন, স্বাস্থ্য কর্মী, ডাক্তার, যাঁরা গবেষণা করছেন, সমস্ত মানুষের এর কৃতিত্ব প্রাপ্য। সবাইকে ধন্যবাদ জানানো উচিত। এর পরেও রাজ্য সরকার বলে নাকি কেন্দ্র তাদের ভ্যাকসিন দেয় না। এগুলো হীনমন্যতা, অযোগ্যতা আর কেবল কুৎসার রাজনীতি।
আরও যোগ করেন, “সারা দেশের মানুষ আজ খুশি। আমি অন্যান্য রাজ্যেও গেলাম। দিল্লিতে আমি নিজে একটা ভ্যাকসিন নিয়েছি। কোথাও কোনও ঝগড়াঝাটি নেই। সাধারণ ভাবে মানুষ আসছেন, নিচ্ছেন। কিন্তু এখানে কোনও সিস্টেম নেই। মানুষকে ভ্যাকসিন নিতে গিয়ে লাঠি খেতে হচ্ছে, মারা যাচ্ছে। এর থেকে দুর্ভাগ্যের কী আছে!”