প্রথম পাতা খবর ১০০ কোটির মাইলফলক পার দেশের! টিকাকরণে নজির গড়ল ভারত!

১০০ কোটির মাইলফলক পার দেশের! টিকাকরণে নজির গড়ল ভারত!

55 views
A+A-
Reset

ডেস্ক: টিকাকরণে নজির গড়ল ভারত! আজই করোনা ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে নয়া মাইলস্টোন ছুঁয়ে ফেলল ভারত।  মোট ১০০ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়ে গেল এদেশে আজই। বিরাট এই কর্মসূচির সাফল্যের কৃতিত্ব প্রধাণমন্ত্রী নরেন্দ্র মোদীর, মন্তব্য বিজেপির। সরকারের কোউইন ওয়েবসাইট অনুসারে, ৭০ কোটিরও বেশি মানুষকে প্রথম ডোজ (Covid-19 Vaccination) দেওয়া হয়েছে এবং ২৯ কোটি মানুষকে সম্পূর্ণ ডোজ দেওয়া হয়েছে। শীর্ষ পাঁচটি রাজ্য যা সর্বাধিক সংখ্যক ডোজ দিয়েছে, তার মধ্যে রয়েছে উত্তরপ্রদেশ, তারপরে রয়েছে মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, গুজরাট এবং মধ্যপ্রদেশ।

আরও পড়ুন: ফের উর্ধমুখী জ্বালানি মূল্য, কলকাতায় ১০৭ টাকা ছাড়াল পেট্রোল


এরপর আজই সেই মাইলস্টোন অতিক্ক্রম করে গেল দেশ। উৎসব আবহে ভারতে করোনার তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা ছিল। তাই আগাম সতর্কতা নিয়েই করোনা টিকাকরণ জোরকদমে জারি রেখেছিল কেন্দ্র। সূত্রের খবর, ভারত ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বিশেষ মাইলস্টোন ছুঁয়ে ফেলার সাথে সাথেই হবে মেগা সেলিব্রেশন ! জানা গেছে, বিভিন্ন সমুদ্র সৈকতে হবে গ্র্যান্ড সেলিব্রেশন। বড় জাহাজগুলিতেও হবে উদযাপন।  আর এই লম্বা কর্মসূচিতে যাঁরা মূল যোদ্ধা,  তাঁদের উপর করা হবে পুষ্পবৃষ্টি। এভাবেই অভিবাদন জানানো হবে স্বাস্থ্যকর্মীদের।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.