Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
মন্ত্রীর কাছে কুস্তিগিরদের ৫টি দাবি, চাই মহিলা ফেডারেশনের প্রধান - NewsOnly24

মন্ত্রীর কাছে কুস্তিগিরদের ৫টি দাবি, চাই মহিলা ফেডারেশনের প্রধান

নয়াদিল্লি: বর্তমান ফেডারেশন প্রধানের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনে আন্দোলনরত কুস্তিগিররা কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুরের কাছে পাঁচটি দাবি পেশ করলেন। এগুলির মধ্যে অন্যতমটি হল একজন মহিলাকে ভারতের কুস্তি ফেডারেশনের প্রধান করা।

অনুরাগ ঠাকুরের আবেদনের ভিত্তিতে বুধবার তাঁর বাড়িতে বৈঠক করতে গিয়েছিলেন আন্দোলনকারী কুস্তিগিরেরা। বৈঠক শেষে জানা যায়, মোট পাঁচটি দাবি জানিয়েছেন বজরং পুনিয়া, সাক্ষী মালিকেরা। পাঁচ দিনের মধ্যে এটি ছিল কুস্তিগির এবং সরকারের মধ্যে দ্বিতীয় বৈঠক।

কুস্তি ফেডারেশনের প্রেসিডেন্ট ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন সাত মহিলা কুস্তিগির। ব্রিজভূষণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে শনিবার গভীর রাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেছিলেন প্রতিবাদী কুস্তিগিরেরা।

এ দিন অনুরাগ ঠাকুরের সঙ্গে বৈঠকে কুস্তিগিরেরা যে পাঁচটি দাবি জানিয়েছেন, সেগুলি হল- ১) জাতীয় কুস্তি সংস্থায় অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করতে হবে। ২) সংস্থার মাথায় মহিলা প্রধান নিয়োগ করতে হবে। ৩) ব্রিজভূষণ এবং তাঁর পরিবারের কেউ যেন জাতীয় কুস্তি সংস্থার সঙ্গে জড়িত থাকতে না পারেন। ৪) নতুন সংসদ ভবনের সামনে প্রতিবাদ করতে যাওয়ায় কুস্তিগিরদের বিরুদ্ধে থানায় যে অভিযোগ জানানো হয়েছে তা খারিজ করতে হবে। ৫) ব্রিজভূষণকে গ্রেফতার করতে হবে।

Related posts

‘দু’গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট,’ এসআইআর নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পর কমিশন-বিজেপিকে তোপ অভিষেকের

এসআইআর অসঙ্গতির তালিকা প্রকাশ্যে টাঙাতে, নথি নিলে দিতে হবে রশিদ, কমিশনকে নির্দেশ সুপ্রিম কোর্টের

এসআইআর নোটিস মন্ত্রী তাজমুলকে, শুনানিতে ডাক নওশাদেরও