কলকাতা: আরব সাগরের উত্তরাংশে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি ইতিমধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। নিম্নচাপটি পশ্চিম দিকে অগ্রসরের সঙ্গে ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘আসনা’য় পরিণত হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, এর বিশেষ প্রভাব পড়বে না বাংলায়। তবে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সমুদ্রে ৫০ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে বলে জানানো হয়েছে।
গুজরাত উপকূলের কাছে তৈরি হয় ঘূর্ণিঝড় ‘আসনা’। এর প্রভাবে গুজরাতে ভারী বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়টি ক্রমশ আরব সাগরের দিকে সরছে। এর প্রভাব বাংলায় পড়বে না বলেই জানা গিয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় প্রধান সোমনাথ দত্ত জানিয়েছেন, বাংলায় এর কোনও প্রভাব পড়বে না। ওটা আরব সাগরে তৈরি হয়েছে। বাংলায় কোনও প্রভাব পড়বে না। সম্প্রতি যে নিম্নচাপটি তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, তার প্রভাবে রাজ্যের কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
উল্লেখ্য, গতকালই ঘূর্ণিঝড় আসনা গুজরাট অতিক্রম করেছে। এর জেরে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে রাজ্যজুড়ে। আজও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে আজ, শনিবার কর্নাটকেও লাল সতর্কতা জারি করা হয়েছে।