ডেস্ক: করোনাকালে আশার আলো দেখাচ্ছে যোগাসন, আন্তর্জাতিক যোগ দিবসে এমনই বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই পরিস্থিতিতে শারীরিক সমস্যা যেমন চিন্তার কারণ ঠিক তেমনই একাকীত্বও গ্রাস করছে অনেককেই। বর্তমান পরিস্থিতিতে মনের জোর বাড়িয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ের ক্ষেত্রে একমাত্র হাতিয়ার হতে পারে যোগব্যায়াম। যোগ দিবসে জাতির উদ্দেশ্য বললেন মোদী।
যোগ দিবসে জাতির উদ্দেশে বার্তায় ‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’-র (One World One Health) লক্ষ্যপূরণের পদক্ষেপের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। WHO অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এবার M-Yoga অ্যাপ আনছে মোদি সরকার। এই অ্যাপে বিভিন্ন ভাষায় যোগাসনের ভিডিও থাকবে। যা দেখে যোগাভ্যাস করতে পারবেন বিশ্ববাসী। মোদি সরকারের ‘এক বিশ্ব, এক স্বাস্থ্য’-র (One World One Health) লক্ষ্যপূরণই এই অ্যাপ তৈরির কারণ।
এদিন বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, “আজ গোটা বিশ্ব যখন করোনা মহামারির সঙ্গে লড়াই করছে, সেই সময় আশা আলো দেখাচ্ছে যোগাসন। বিগত দুই বছর ধরে কোনও অনুষ্ঠানের আয়োজন করা হয়নি, তবুও যোগাসনকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে উৎসাহে ভাঁটা পরেনি।”
আরও পড়ুন: লক্ষ্য ২০২৪, ঘুটি সাজাচ্ছেন পিকে
মোদী আরও জানান, যোগাভ্যাসের মাধ্যমে নেতিবাচক মানসিকতা দূর হয়। বেড়ে ওঠে উদ্ভাবনী ক্ষমতা। তাই শিশুদের অনলাইন ক্লাসেও কমপক্ষে ১৫ মিনিট যোগাভ্যাসের উপর জোর দিয়েছেন তিনি। বিভিন্ন জায়গায় করোনার চিকিৎসাতেও যোগাসনের গুরত্ব নিয়েও গবেষণা হচ্ছে বলেও যোগ দিবসে জানান প্রধানমন্ত্রী।