বাঁকুড়ার বিহারীনাথ পাহাড়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে এক তরুণী গণধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর অসুস্থ অবস্থায় তাঁকে দুর্গাপুরের এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অভিযুক্ত চার যুবক পলাতক, তাঁদের সন্ধানে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, ১৩ ফেব্রুয়ারি নির্যাতিতা তাঁর মামাতো বোন ও আরও কয়েকজন বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই চার যুবক তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। পরদিন অসুস্থ অবস্থায় বাড়ি ফেরার পর তিনি পরিবারের কাছে সব জানান। এরপর তাঁর মা আসানসোল মহিলা থানায় অভিযোগ দায়ের করেন।
এই ঘটনার পরই অভিযুক্ত চার যুবক এলাকা ছেড়ে পালিয়েছে বলে সন্দেহ করছে পুলিশ। তাদের সন্ধানে বিভিন্ন জায়গায় অভিযান চালানো হচ্ছে। ইতিমধ্যেই এক অভিযুক্তের বাবা-মাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এদিকে, শনিবার হাসপাতালে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে গেলে বাধার মুখে পড়েন বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই। তাঁর অভিযোগ, ‘‘আমাকে দেখা করতে দেওয়া হয়নি, প্রশাসন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।’’ তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, একসঙ্গে অনেকে ঢোকার চেষ্টা করায় নিরাপত্তার কারণে তাঁদের আটকানো হয়েছে।
পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করা হবে।