তরুণীকে কুপিয়ে খুন বাইপাসে, গ্রেফতার তিন

কলকাতা: শহরের বুকে ভয়াবহ ঘটনা। প্রকাশ্য রাস্তায় ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হল এক তরুণীকে। বৃহস্পতিবার রাতে মেট্রোপলিটন বাইপাসের কাছে এক জনপ্রিয় রেস্তোরাঁর সামনে এই নৃশংস ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে, মৃত তরুণীর নাম রোফিয়া শাকিল (২৪)। অভিযুক্তরা তাঁকে ধাওয়া করে গলার নলি কেটে দেয়। গুরুতর আহত অবস্থায় এনআরএস হাসপাতালে নিয়ে যাওয়া হলে শুক্রবার সকালে তাঁর মৃত্যু হয়।

এই ঘটনায় এক নাবালক-সহ তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজনের বয়স মাত্র ১৬ বছর। প্রাথমিক তদন্তে সম্পর্কের টানাপোড়েনকে হত্যার কারণ বলে মনে করছে পুলিশ।

সূত্রের খবর, বৃহস্পতিবার রাতে অভিযুক্ত নাবালকের বাবার সঙ্গে ওই তরুণী রেস্তোরাঁয় এসেছিলেন। সে সময় তিন যুবক গাড়িতে তাঁদের পিছু নেয়। রেস্তোরাঁর সামনে পৌঁছাতেই তারা গাড়ি থেকে নেমে তরুণীর উপর হামলা চালায়। আতঙ্কে দৌড়ে প্রাণ বাঁচানোর চেষ্টা করেন তিনি, কিন্তু ততক্ষণে বারবার ছুরির আঘাতে রক্তাক্ত হন।

স্থানীয়রা একজন অভিযুক্তকে ধরে পুলিশে দেয়। পরে পুলিশ অভিযান চালিয়ে আরও দু’জনকে গ্রেফতার করে।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন