শনিবার সকালে দ্বিতীয় হুগলি সেতু থেকে গঙ্গায় ঝাঁপ দেন এক যুবক। প্রত্যক্ষদর্শীদের মতে, তিনি বাইকে করে সেতুতে আসেন, তারপর সেটি দাঁড় করিয়ে আচমকাই রেলিং টপকে নদীতে লাফ দেন। মুহূর্তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।
খবর পেয়ে রিভার ট্র্যাফিক পুলিশের দল দ্রুত উদ্ধারকাজ শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তাঁকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, যুবকের নাম জাভেদ আহমেদ। তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাইকের নম্বরপ্লেট ধরে বিস্তারিত তথ্য জানার চেষ্টা চলছে। তবে তিনি সাঁতার জানতেন কি না, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।