কলকাতা: বুধবার রাজপথে নামল যুব তৃণমূল। কেন্দ্রীয় এজেন্সি ব্যবহার করে রাজ্যের শাসক দলকে হেনস্থার প্রতিবাদে এ দিন মিছিল করেন সংগঠনের কর্মী-সমর্থকরা। তাঁদের দাবি, তদন্ত যেন হয় নিরপেক্ষ ভাবে।
এ দিন দুপুর ৩টে নাগাদ এক মিছিলের আয়োজন করে তৃণমূল কংগ্রেস। মহাজাতি সদন থেকে শুরু হয়ে বিজেপির মুরলীধর সেন স্ট্রিটের দফতরের সামনে গিয়ে শেষ হয় মিছিল।
মিছিলে অংশ নেওয়া এক যুব তৃণমূল নেতা বলেন, “বাংলায় সন্ত্রাস চালাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকার। তার প্রতিবাদেই আমাদের এই মিছিল”।
তাঁর দাবি, “সারদার মূল অভিযুক্ত প্রকাশ্যে বলছে, শুভেন্দু অধিকারী কোটি কোটি টাকা নিয়েছেন। সেই জায়গায় সিবিআই-ইডি দিয়ে আমাদের হেনস্থা করা হচ্ছে”।
প্রসঙ্গত, এ দিনই কয়লাকাণ্ডে রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে হানা দেয় সিবিআই। প্রতিবাদে আসানসোলের ভগত সিং মোড়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস। ‘মলয় ঘটক জিন্দাবাদ’, ‘সিবিআই দূর হঠো’ স্লোগান দিয়ে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। এক তৃণমূল নেতার বক্তব্য, “সিবিআই বিজেপির দালাল হিসেবে কাজ করছে। মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে। বিজেপি শুন্য হয়ে গেছে। তাই ইডি-সিবিআইকে ভুল বুঝিয়ে তৃণমূল নেতাদের মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করছে।”
আরও পড়ুন: নিয়োগের ক্ষেত্রে কোনো ফাঁক রাখতে নারাজ মুখ্যমন্ত্রী, প্রশাসনিক বৈঠকে বার্তা মন্ত্রীদের