প্রধান বিচারপতির নামে অবমাননাকর মন্তব্যের অভিযোগ, ইউটিউবারের বাড়িতে তল্লাশি পুলিশের

প্রধান বিচারপতি। প্রতীকী ছবি

কলকাতা: ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নামে অবমাননাকর মন্তব্যের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে এক ইউটিউবারের বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। রবিবার (১৫ সেপ্টেম্বর) পুলিশ ওই ইউটিউবারের বাড়িতে অভিযান চালিয়ে চারটি মোবাইল ফোন, চারটি ল্যাপটপ এবং দুটি হার্ডডিস্ক সহ একাধিক ইলেকট্রনিক ডিভাইস বাজেয়াপ্ত করেছে। এ ছাড়াও অন্যান্য সামগ্রীও পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে।

অভিযুক্ত ইউটিউবারের দাবি, তিনি আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনা নিয়ে একাধিক ভিডিও তৈরি করেছেন। তিনি আরও দাবি করেছেন যে, সুপ্রিম কোর্টে যে স্বতঃপ্রণোদিত মামলা চলছে, সেটি নিয়েও তিনি ভিডিও করেছিলেন। উল্লিখিত মামলাটি বর্তমানে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে শুনানির অপেক্ষায় রয়েছে। তিনি যে নিজের ব্যক্তিগত কিছু মত ওই ভিডিয়োয় রেখেছিলেন, তা স্বীকার করে নেন ওই ইউটিউবার।

ইউটিউবার স্বীকার করেছেন যে তিনি নিজের ব্যক্তিগত মতামত ভিডিওতে প্রকাশ করেছিলেন, তবে তাঁর দাবি, প্রধান বিচারপতির নামে কোনও অবমাননাকর মন্তব্য তিনি করেননি। অভিযুক্তের মতে, শিলিগুড়ি থেকে শনিবার (১৪ সেপ্টেম্বর) তাঁকে একটি নোটিশ পাঠানো হয়, যেখানে ১৬ সেপ্টেম্বর হাজিরা দেওয়ার নির্দেশ ছিল। সেই অনুযায়ী হাজিরা দেওয়ার পরিকল্পনা করছিলেন তিনি, কিন্তু তার আগেই রবিবার পুলিশ তাঁর বাড়িতে এসে তল্লাশি চালায়।

এই ঘটনার ফলে আইনি প্রক্রিয়ার ওপর জনমতের নজর আরও তীক্ষ্ণ হয়েছে। ইউটিউবারের সমর্থনে এবং বিপক্ষে মতামত বিভিন্ন মহলে উঠে আসছে। তবে আইন অনুযায়ী, এই ধরনের অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে পুলিশ।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন