প্রথম পাতা খবর যুবভারতী-কাণ্ডে ধৃত শতদ্রু দত্তের ১৪ দিনের পুলিশ হেফাজত, আদালত চত্বরে তীব্র উত্তেজনা

যুবভারতী-কাণ্ডে ধৃত শতদ্রু দত্তের ১৪ দিনের পুলিশ হেফাজত, আদালত চত্বরে তীব্র উত্তেজনা

22 views
A+A-
Reset

যুবভারতী ক্রীড়াঙ্গনের বিশৃঙ্খলা-কাণ্ডে ধৃত উদ্যোক্তা শতদ্রু দত্তকে ১৪ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিল আদালত। রবিবার কড়া নিরাপত্তার মধ্যে তাঁকে বিধাননগর মহকুমা আদালতে তোলা হয়। শুনানি শেষে জামিনের আবেদন খারিজ করে আদালত জানায়, তদন্তের স্বার্থে ধৃতকে পুলিশ হেফাজতেই রাখা প্রয়োজন।

এদিন আদালতে শতদ্রুকে তোলার সময় আদালত চত্বরে চরম উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়। বাইরে উপস্থিত একাংশ বিক্ষোভকারীরা শতদ্রুকে লক্ষ্য করে ‘চোর চোর’ স্লোগান দিতে শুরু করেন। এমনকী জুতো হাতে বিক্ষোভও দেখানো হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তৈরি হলে কড়া হাতে হস্তক্ষেপ করে পুলিশ এবং আদালত চত্বর থেকে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়।

উল্লেখ্য, লিয়োনেল মেসিকে কলকাতায় আনার অন্যতম প্রধান উদ্যোক্তা ছিলেন শতদ্রু দত্ত। যুবভারতীতে মেসির অনুষ্ঠান ঘিরে ব্যাপক বিশৃঙ্খলার ঘটনার পর শনিবার কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেফতার করে পুলিশ। ঘটনার তদন্তে দুটি মামলা দায়ের করা হয়েছে। বিধাননগর দক্ষিণ থানায় পুলিশের তরফে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়। অশান্তি, ভাঙচুর, হিংসা ছড়ানো ও জননিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার ১৯২, ৩২৪(৪)(৫), ৩২৬(৫), ১৩২, ১২১(২), ৪৫, ৪৬ সহ একাধিক ধারা প্রয়োগ করা হয়েছে। এর মধ্যে বেশ কয়েকটি ধারা জামিন অযোগ্য। সেই মামলাতেই এদিন মূল অভিযুক্ত হিসেবে শতদ্রুকে আদালতে পেশ করা হয়।

শুনানিতে শতদ্রু দত্তের আইনজীবী দাবি করেন, আয়োজক ও ইভেন্ট ম্যানেজারের দায়িত্ব আলাদা। তাঁর বক্তব্য, মেসিকে কলকাতায় আনার পিছনে শতদ্রুর উদ্দেশ্য ছিল ইতিবাচক এবং তিনি পরিস্থিতির শিকার। যুবভারতীতে ভাঙচুরের ঘটনার সঙ্গে কোনওভাবেই তাঁর মক্কেল যুক্ত নন বলেও দাবি করেন আইনজীবী। পাশাপাশি বিশৃঙ্খলার দায় দর্শকদের উপরেও চাপিয়ে তিনি বলেন, চেয়ার ছুড়ে ও ভাঙচুর চালিয়ে প্রতিবাদ জানানোর পদ্ধতি কখনওই গ্রহণযোগ্য নয়।

অন্যদিকে, এদিন যুবভারতী ক্রীড়াঙ্গন পরিদর্শন করেন রাজ্য সরকারের গঠিত তদন্ত কমিটির সদস্যরা। ঘটনার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ, স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী, ক্রীড়া সচিব রাজেশ সিনহা-সহ একাধিক শীর্ষ আধিকারিক। তাঁরা যৌথভাবে স্টেডিয়ামের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ক্ষয়ক্ষতির পরিমাণ ও নিরাপত্তা ব্যবস্থার ত্রুটি খতিয়ে দেখেন।

সব মিলিয়ে যুবভারতী-কাণ্ডে তদন্ত যেমন জোরদার হচ্ছে, তেমনই শতদ্রু দত্তের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশে মামলাটি নতুন পর্যায়ে প্রবেশ করল বলেই মনে করছে প্রশাসনিক মহল।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.