যুবভারতী ক্রীড়াঙ্গনে তাণ্ডবের ঘটনায় তদন্তে গতি আনল বিধাননগর পুলিশ। এই ঘটনায় আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছে। নাগেরবাজার এলাকা থেকে ধৃত গৌরব বসু ও শুভ্রপ্রতিম দে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবভারতী স্টেডিয়ামের সিসিটিভি ফুটেজ এবং সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিয়ো বিশ্লেষণ করেই অভিযুক্তদের চিহ্নিত করা হয়।
ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে সরকারি কর্মীকে কাজে বাধা দেওয়া, কর্তব্যরত সরকারি কর্মীকে আহত করা, সরকারি সম্পত্তি ভাঙচুর, গোলমাল পাকানো এবং শান্তিশৃঙ্খলা ভঙ্গ। পুলিশ জানিয়েছে, তদন্তে প্রয়োজন হলে আরও ধারাও যুক্ত হতে পারে।
শনিবার ফুটবল তারকা লিয়োনেল মেসির কলকাতা সফর ঘিরে সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। মেসি, লুইস সুয়ারেজ় ও রদ্রিগো ডি’পল স্টেডিয়ামে পৌঁছলেও মাত্র কয়েক মিনিটের মধ্যেই মাঠ ছাড়তে বাধ্য হন। অভিযোগ, আয়োজকদের অব্যবস্থার কারণে গ্যালারি থেকে দর্শকেরা মেসিকে দেখতে পাননি। তার জেরেই ক্ষুব্ধ দর্শকদের একাংশ ভাঙচুরে জড়িয়ে পড়ে।
এর আগে এই ঘটনায় মেসির সফরের প্রধান আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। সব মিলিয়ে যুবভারতী-কাণ্ডে এখন পর্যন্ত তিন জনকে গ্রেফতার করল পুলিশ। তদন্ত এখনও চলছে এবং আরও গ্রেফতারির সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছে বিধাননগর পুলিশ।