বাংলাদেশে নিষিদ্ধ আওয়ামি লিগ, ট্রাইব্যুনাল আইনের সংশোধনীতে বড় সিদ্ধান্ত ইউনুস সরকারের

সন্ত্রাসবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশে ইউনুস সরকার। শনিবার রাতে এই মর্মে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাশ হওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আসিফ নজরুল জানান, নতুন সংশোধন অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন কোনও রাজনৈতিক দল বা তাদের সমর্থক গোষ্ঠীর বিচার করে শাস্তি দিতে পারবে। যতদিন না শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, ততদিন পর্যন্ত দলটির সমস্ত রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ থাকবে।

গত কয়েকদিন ধরেই আওয়ামি লিগকে নিষিদ্ধ করার দাবিতে রাস্তায় নেমেছিল জাতীয় পার্টি-সহ একাধিক দল ও সংগঠন। ইউনুস সরকারের কার্যালয় ঘেরাওয়ের হুমকিও দেওয়া হয়। শাহবাগ ও যমুনার সামনে শুরু হয় আন্দোলন। সেই চাপের মুখেই শনিবার জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। রাতেই বৈঠক শেষে নিষেধাজ্ঞার ঘোষণা আসে।

সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ। পাশাপাশি, জুলাই আন্দোলনের কর্মী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আওয়ামি লিগকে নিষিদ্ধ করা হয়েছে।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক