সন্ত্রাসবিরোধী পদক্ষেপের অংশ হিসেবে আওয়ামি লিগকে নিষিদ্ধ ঘোষণা করল বাংলাদেশে ইউনুস সরকার। শনিবার রাতে এই মর্মে সরকারি বিজ্ঞপ্তি প্রকাশ করেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী পাশ হওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আসিফ নজরুল জানান, নতুন সংশোধন অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এখন কোনও রাজনৈতিক দল বা তাদের সমর্থক গোষ্ঠীর বিচার করে শাস্তি দিতে পারবে। যতদিন না শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামি লিগের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে, ততদিন পর্যন্ত দলটির সমস্ত রাজনৈতিক কার্যকলাপ নিষিদ্ধ থাকবে।
গত কয়েকদিন ধরেই আওয়ামি লিগকে নিষিদ্ধ করার দাবিতে রাস্তায় নেমেছিল জাতীয় পার্টি-সহ একাধিক দল ও সংগঠন। ইউনুস সরকারের কার্যালয় ঘেরাওয়ের হুমকিও দেওয়া হয়। শাহবাগ ও যমুনার সামনে শুরু হয় আন্দোলন। সেই চাপের মুখেই শনিবার জরুরি বৈঠকে বসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। রাতেই বৈঠক শেষে নিষেধাজ্ঞার ঘোষণা আসে।
সরকারি বিবৃতিতে জানানো হয়েছে, দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থেই এই পদক্ষেপ। পাশাপাশি, জুলাই আন্দোলনের কর্মী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাক্ষীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আওয়ামি লিগকে নিষিদ্ধ করা হয়েছে।