কলকাতায় নিয়ে আসা হল জিনতকে, শীঘ্রই ফেরানো হবে ওড়িশায়

ন’দিন ধরে তিন জেলা জুড়ে বনকর্মীদের সঙ্গে লুকোচুরি খেলে অবশেষে ধরা পড়ল ওড়িশার বাঘিনি জিনত। রবিবার দুপুর ৩টে ৫৮ মিনিট নাগাদ বাঁকুড়ার গোঁসাইডিহির জঙ্গলে ঘুমপাড়ানি গুলির মাধ্যমে তাকে কাবু করেন বনকর্মীরা। এর পর তাকে খাঁচাবন্দি করে দ্রুত প্রাথমিক স্বাস্থ্যপরীক্ষা করা হয়। রাতে জিনতকে বাঁকুড়া থেকে নিয়ে আসা হয় কলকাতার আলিপুরের পশু হাসপাতালে, যেখানে তার স্বাস্থ্য পর্যবেক্ষণ চলছে।

জিনত আপাতত আলিপুর চিড়িয়াখানার বিপরীতে পশু হাসপাতালে থাকবে। পর্যবেক্ষণ শেষে তাকে ফেরত পাঠানো হবে ওড়িশার সিমলিপালে। পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যেই এই বিষয়ে ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ শুরু করেছে। প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার জন্য ওড়িশা সরকারকে চিঠি পাঠানো হয়েছে।

রাজ্যের বনমন্ত্রী বিরবাহা হাঁসদা বলেন, “ন’দিন ধরে ঘোরাঘুরি করায় জিনতের শারীরিক অবস্থা খতিয়ে দেখা প্রয়োজন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। ওড়িশার কাছে বাঘিনিকে ফেরানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। খুব শীঘ্রই তাকে সিমলিপালে ফিরিয়ে দেওয়া হবে।”

জিনতের এই ধরা পড়ার ঘটনায় বনকর্মীদের সাহসিকতার প্রশংসা করা হচ্ছে। তবে বাঘিনির স্বাস্থ্য নিয়ে সতর্কতা অবলম্বন করতে চান রাজ্যের বন দফতরের কর্তারা।

Related posts

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পার্থ চট্টোপাধ্যায়ের, সব মামলাতেই মুক্তি—জেলমুক্তি কবে?

১ অক্টোবর থেকে আধার আপডেটের খরচ বাড়ছে ২৫-৫০%! দেখে নিন নতুন হারে কত লাগবে

চতুর্থীর সন্ধ্যায় অভিষেকের সঙ্গে দীর্ঘ বৈঠক, তৃণমূলে সক্রিয় হওয়ার বার্তা শোভন চট্টোপাধ্যায়ের