আলিপুর জু হাসপাতাল থেকে নিজের জঙ্গলে পথে জিনত। ছবি: রাজীব বসু
বাংলা সফরের পরে অবশেষে নিজের ঠিকানায় ফিরল বাঘিনি জ়িনত। মঙ্গলবার রাত ৮টা নাগাদ গ্রিন করিডোরের মাধ্যমে তাকে ওড়িশার সিমলিপাল জঙ্গলে নিয়ে যাওয়া হয়। তবে নিজের জায়গায় ফিরলেও আপাতত সে জঙ্গলে মুক্তভাবে ঘুরে বেড়াবে না। তাকে পর্যবেক্ষণে রাখা হবে।
জানা গেছে, বাঘিনিকে ফিরিয়ে নেওয়ার আগে আলিপুরে বাংলার চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পরীক্ষা করেন। এর পর, ওড়িশা থেকে আসা একটি মেডিক্যাল টিম এবং দুই রাজ্যের বিশেষজ্ঞদের যৌথ পর্যবেক্ষণ ও সিদ্ধান্তের ভিত্তিতে, রাতেই জ়িনতকে সিমলিপালে ফেরানো হয়।