প্রথম পাতা খবর আজ লোকসভায় মহুয়া মৈত্রকে নিয়ে এথিক্স কমিটির রিপোর্ট পেশ

আজ লোকসভায় মহুয়া মৈত্রকে নিয়ে এথিক্স কমিটির রিপোর্ট পেশ

431 views
A+A-
Reset

নয়াদিল্লি: অর্থের বিনিময়ে প্রশ্ন বিতর্কে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়ার সাংসদ পদ খারিজের সুপারিশ করেছিল সংসদের এথিক্স কমিটি। শুক্রবার লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে সেই সংক্রান্ত রিপোর্ট পেশ করার কথা।

তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার সাংবাদিকদের বলেন, লোকসভার স্পিকার ওম বিড়লা তাঁকে জানিয়েছেন, আজ বেলা ১২টা নাগাদ এথিক্স কমিটির রিপোর্ট পেশ হতে চলেছে। ফলে আজ শেষমেশ কী সিদ্ধান্ত হয়, সে দিকে নজর থাকছে সব পক্ষের।

এথিক্স কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকর সংসদে সেই রিপোর্ট পেশ করবেন বলে ঠিক হয়েছে। তৃণমূল ইতিমধ্যেই স্পিকারের কাছে দাবি জানিয়ে রেখেছে, যা-ই রিপোর্ট জমা পড়ুক তা নিয়ে আলোচনার সুযোগ দিতে হবে। মহুয়াকেও আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে।

তৃণমূল তথা বিরোধী নেতৃত্ব চাইছেন, মহুয়া ইস্যুতে যেন কোনওমতেই একপাক্ষিকভাবে সিদ্ধান্ত না-নেওয়া হয়, তা নিশ্চিত করতে। তবে সুদীপ বন্দ্যোপাধ্যায় এও জানান, স্পিকার তাঁকে বলেছেন বেশি সময় দেওয়া যাবে না। এখনও পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে, আধ ঘণ্টার মধ্যে গোটা বিষয়টির নিষ্পত্তি হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.