এটাই শেষ আইপিএল হতে পারে এই ৩ ক্রিকেটারের

উত্তেজনায় ফুটছে আইপিএল-এর ১৬তম আসর। নবীন-প্রবীণ ক্রিকেটারের ব্যাট-বলে মজেছেন ক্রীড়াপ্রেমীরা। তবে এ বারের আসরে এমন কিছু ক্রিকেটার রয়েছেন, যাঁদের জন্য এটাই শেষ আইপিএল হতে পারে বলে অনুমান।

১. অম্বাতি রায়ডু

চেন্নাই সুপার কিংসের তারকা খেলোয়াড় আম্বাতি রায়ডু। যিনি আইপিএলে ১৭৯টি ইনিংস খেলে মোট ৪২৫০ রান করেছেন, যার মধ্যে রয়েছে একটি সেঞ্চুরি ও ২২টি হাফ সেঞ্চুরি।

২. অমিত মিশ্র

লখনউ সুপার জায়ান্টসের হয়ে খেলছেন অমিত মিশ্র। অনিল কুম্বলের পরে লেগ-স্পিনার অমিত মিশ্রকে সেরা স্পিনার হিসাবে বিবেচনা করেন অনেকেই। যিনি নিজের আইপিএল কেরিয়ারে মোট ১৬৯টি উইকেট নিয়েছেন। এই সময়ে তাঁর ইকোনমিক রেট ৭.৩৫।

৩. দীনেশ কার্তিক

টিম ইন্ডিয়ার উইকেট-রক্ষক ব্যাটসম্যান দিনেশ কার্তিক। এক সময় আরসিবি-র সেরা ফিনিশার হয়েছেন, তবে এই মরশুমে তাঁর ব্যাট নীরব দেখাচ্ছে। দীনেশ কার্তিক এই সিজনে মোট ৫টি ম্যাচ খেলে মাত্র ৩৮ রান করেছেন। জল্পনা চলছে, এটাই তাঁর আইপিএলের শেষ সিজন হতে পারে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে