লর্ডসে টানটান উত্তেজনা, তৃতীয় টেস্ট জিততে ভারতের প্রয়োজন ১৩৫ রান, ইংল্যান্ডের চাই ৬ উইকেট

লর্ডস টেস্টের চতুর্থ দিনে টিম ইন্ডিয়ার বোলারদের দুরন্ত পারফরম্যান্সে মাত্র ১৯২ রানে ইংল্যান্ডকে গুটিয়ে দিল ভারত। তবে লক্ষ্য তাড়া করতে নেমে ৫৮ রানে ৪ উইকেট খুইয়ে ব্যাটিং বিপর্যয়ে পড়ল গিল বাহিনী। পঞ্চম দিনে ১৩৫ রান করতে হবে ভারতকে, অন্যদিকে ইংল্যান্ডের চাই মাত্র ৬টি উইকেট। ম্যাচ পৌঁছেছে রুদ্ধশ্বাস সমাপ্তির দোরগোড়ায়।

ইংল্যান্ডের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৪০ রান করেন জো রুট, অধিনায়ক স্টোকস করেন ৩৩। ভারতের হয়ে ওয়াশিংটন সুন্দর ২২ রানে ৪ উইকেট নেন। বুমরাহ ও সিরাজ ২টি করে, আকাশ দীপ ও নীতীশ রেড্ডি ১টি করে উইকেট তুলে নেন। টিম ইন্ডিয়ার এই দলগত বোলিং দুরন্ত উদাহরণ হয়ে থাকল।

তবে ব্যাটিংয়ে ফের ভরাডুবি। যশস্বী জয়সওয়াল শূন্য রানে ফেরেন, করুণ নায়ার ১৪ করে, শুভমন গিলও বেশি সময় ক্রিজে থাকতে পারেননি। এখন রাহুলের (৩৩*) উপরেই নির্ভর করছে অনেকটাই।

পঞ্চম দিনে এই হাইভোল্টেজ ম্যাচ কে জিতবে, সেই উত্তরের জন্য নজর থাকবে লর্ডসের দিকে।

Related posts

সুপার কাপে মোহনবাগান-ইস্টবেঙ্গল একই গ্রুপে, গ্রুপ পর্বেই ডার্বি

অভিষেক ঝড়ে জিতল ভারত, বাংলাদেশকে ৪১ রানে হারিয়ে এশিয়া কাপের ফাইনালে

ডাবল ডিলাইট! ফের কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল, ইউনাইটেডকে হারাল ২-১ গোলে