ক্রিকেট জীবনের ১০০তম টেস্ট ম্যাচ খেলতে নামছেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি। মোহালিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টই কোহলির শততম ম্যাচ। এরমধ্যেই খুশির খবর দিল ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। ওই ম্যাচে ৫০ শতাংশ দর্শক প্রবেশে অনুমতি দিল তাঁরা। ফলে বিরাটের শততম ম্যাচ মাঠে বসেই দেখতে পারবেন বিরাট ভক্তরা। বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় এই খবর জানিয়েছেন।
শ্রীলঙ্কাকে টি-২০ সিরিজ শেষ করার পর এবার দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে রোহিত শর্মার ভারত। আগামী ৪ মার্চ থেকে পাঞ্জাবের মোহালিতে শুরু হবে টেস্ট। দুটি টেস্টেই ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি দিল ভারতীয় ক্রিকেট বোর্ড।
কোভিড পরিস্থিতিতে সরকারি নিয়ম মেনে প্রথমে দর্শকশূন্য স্টেডিয়ামে খেলা হবে বলে ঘোষণা করলেও বিরাটের শততম টেস্ট বলে তা বিশেষ করতে উদ্যোগ নেয় বিসিসিআই। সেই অনুযায়ী সরকারের সঙ্গে আলোচনা করে অর্ধেক দর্শকের প্রবেশ নিশ্চিত করে বোর্ড।
বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্য়ায় বলেন, ‘বিরাট কোহলির শততম টেস্ট ম্যাচে কোনও বিধিনিষেধ থাকবে না। BCCI রাজ্য ক্রীড়া সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছিল সরকারের নির্দেশগুলো মানতে। সরকারের নিয়ম অনুযায়ী পঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনে মোহালি টেস্টে দর্শকের অনুমতি দেবে। আমি PCA প্রেসিডেন্ট রাজিন্দর গুপ্তর সঙ্গে কথা বলেছি, ওখানে কোনও নিষেধ থাকবে না’। পরে পাঞ্জাব ক্রিকেট অ্যাসোসিয়েশনও দর্শক প্রবেশে শিলমোহর দেয়।